gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৪:৪৮:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-11-28_674849f29b083.jpg

কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় পক্সি দিতে এসে মূল পরীক্ষার্থীসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন সুমন মিয়ার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের। তিনি শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। অন্য দুজন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) ও রাজশাহী নগরের বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান জানান, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমনের সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন।
এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তাঁর সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। সুমন মিয়া শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেকার আছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
নগরীর রাপড়াপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মূল পরীক্ষার্থী মো: রাকিবের অ্যাডমিট কার্ড ছবি ও ফিটনেস প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমন। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষক উক্ত ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। এরপর ডিবি পুলিশ মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী মো: তৌফিকুর রহমানকে রাজশাহী জেলা পুলিশ লাইনের ১ নম্বর গেট থেকে গ্রেপ্তার করে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝