gramerkagoj
বুধবার ● ১৮ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিবচরে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের প্রাণ গেলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৪:২০:০০ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-11-28_67483f88919f0.jpg

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের প্রাণ গেলো।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫)। তারা একই গ্রামের সৌদি প্রবাসী সারোয়ার হোসেনের ছেলে-মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিলো আব্দুর রহিম ও তার বড়বোন সাফানা আক্তার। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। এক পর্যায় পরিবারের লোকজন দুই ভাইবোনকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় তাদের উদ্ধার করে শিবচর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসাথে একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

🔝