gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজাপুরে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে সিসিএ গ্রুপের অরিয়েন্টেশন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৪:১৩:০০ পিএম
নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
GK_2024-11-28_67483f4dbce45.jpg

ঝালকাঠিতে দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, সেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যদের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এ অরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা রূপান্তর।
সকালে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন রূপান্তরের আইন সহায়তা অ্যাক্টিভিটির বরিশাল জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার ও প্রজেক্ট অফিসার মো: আজিজুল হক।
অরিয়েন্টেশন কর্মশালায় সরকারের লিগ্যাল এইড কর্মসূচির বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রের প্রদর্শনী করা হয়। এতে কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝