gramerkagoj
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাফুফের লিগ কমিটিতে নানা পেশার মানুষের সমন্বয়
প্রকাশ : বুধবার, ২৭ নভেম্বর , ২০২৪, ০৬:৪৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-11-27_67471515c7e1f.JPG

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নানা পেশার মানুষদের সমন্বয়ে পেশাদার লিগ কমিটি গঠন করেছে । কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানকে। কো- চেয়ারম্য নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। তবে এই কমিটিতে রয়েছে কিছু চমক। ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে কমিটিতে রয়েছেন ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেস্কোর প্রতিনিধিও।
ইমরুল হাসান আগে থেকেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে আরও আছেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, ফর্টিস ফুটবল ক্লাবের সভাপতি ও ফর্টিস গ্রুপের পরিচালক শাহীন হাসান এবং চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন।
ফুটবল সংগঠকের বাইরে রয়েছেন চার জন। তারা হলেন ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম, ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুনিম মুবাশশির।
ইউনেস্কোর কর্মকর্তা নুসরাত আমিন আগে সংবাদকর্মী ছিলেন বলে জানা যায়। ক্রীড়া সাংবাদিকতায়ও তার পদচারণা ছিল। ফুটবলের স্বচ্ছ্বতা এবং উন্নয়নের জন্যই তাকে কমিটিতে আনা হয়েছে বলে বাফুফে সূত্র জানিয়েছে। এছাড়া মুনিম মুবাশশির দুদক সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসেবেও আছেন। ফলে কমিটিতে স্বচ্ছ্বতা রক্ষায় তিনি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফে এবং কমিটি নিয়ে ভুল তথ্য প্রচার রোধে ও স্বচ্ছতা নিশ্চিতে সেলিম সাদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝