gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
উর্বশীর বিয়ের উপর আড়াই বছরের নিষেধাজ্ঞা
প্রকাশ : মঙ্গলবার, ২৬ নভেম্বর , ২০২৪, ০৫:২৭:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-11-26_6745aa906e113.jpg

এখনই বিয়ে করছেন না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিয়ের উপর আড়াই বছরের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
কবে বিয়ে করবেন নেটিজেনদের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, সহসাই বিয়ে করতে পারবেন না তিনি। অন্তত আগামী আড়াই বছরের জন্য বিয়ের পিড়িতে বসা তার জন্য একেবারে নিষেধই বলা যায়।
সামাজিক মাধ্যমে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে নাকি এ উত্তর দিয়েছিলেন উর্বশী। কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা, উত্তরে উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়।
অভিনেত্রীর কথায়, ‘এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।’
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন উর্বশী।
এদিকে ক্রিকেট তারকা ঋষভ পান্থের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। কিন্তু এই গুঞ্জনকে ভুয়া বলে দাবি জানিয়েছিলেন অভিনেত্রী। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দু’জনে। ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, ‘ঋষভ পান্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য।’

আরও খবর

🔝