gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মোল্লা কলেজে পরিস্থিতি এখনও থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রকাশ : মঙ্গলবার, ২৬ নভেম্বর , ২০২৪, ০৩:০৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-26_6745904dbefa9.jpg

রাজধানীর ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। গতকালের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
এদিকে, ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝