gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী, সঙ্গী মিমি
প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর , ২০২৪, ০২:০৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-11-23_674193471817f.jpg

নন্দিত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বাংলা ছবিতেই এখন দেখা যায়। আগামীতেও তাঁর হাতে রয়েছে একাধিক কাজ! আর এর মাঝেই জানা গেল অভিনেতার নতুন কাজের কথা। মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানসমুকুল পালের ছবিতে।
ভারতীয় শীর্ষ গণমাধ্যম সূত্র জানায় , সহজ পাঠের গপ্পো খ্যাত পরিচালক এবার হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন। লিখবেন চিত্রনাট্য। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী। তাঁর বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। আপাতত জাতীয় পুরস্কার জয়ী এ পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশে যাচ্ছেন।
কিন্তু ভাবছেন বাংলাদেশ কেন? আসলে পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে। সেই বিষয়ে তিনি গনমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের একাধিক জায়গার উল্লেখ থাকবে হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে গিয়ে দেখে এলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।
কেবল জায়গা পরিদর্শন নয়, বাংলদেশে গিয়ে পরিচালক আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন। ছবির কিছু অংশের দৃশ্যধারণ হবে বাংলাদেশে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এ ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝