gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চিকিৎসক থেকে নায়িকা হলেন সাই পল্লবী
প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর , ২০২৪, ০২:৪৩:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-11-23_67419096b00f1.jpg

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম সাই পল্লবী। সাবলীল অভিনয় ও বহুমুখী প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করেছেন। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন তিনি।
২০১৬ সালে জর্জিয়ার তিবিলিসি স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন সাই পল্লবী। ২০২০ সালে ত্রিচিতে ‘ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এগজামিনেশন' (এফএমজিই) দেন তিনি। তবে তিনি কখনও চিকিৎসা করেছেন বলে শোনা যায়নি। ডাক্তারি পড়াকালে পরিচালক আলফোনসে পুথরেন তাকে ‘প্রেমাম’ মুভিতে মালার হওয়ার অফার দেন। পড়াশোনার ফাঁকে ছুটির দিনগুলোতে সে এই ‘প্রেমাম’ মুভির শুটিং করে আবার জর্জিয়ায় ফিরে যান আর নিজেকে রেখে যান অনেকেরই স্বপ্ন মানুষ হিসেবে। শুধু সৌন্দর্যে বিমোহিত করেননি সঙ্গে অভিনয় দক্ষতা দিয়ে ওই বছরই সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার জিতে নেন। এরপর ‘কালি’ মুভির শুটিংয়ের জন্যও তিনি মাস খানেক ছুটি নিয়ে আসেন।
যদিও তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। ছোটবেলায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নাচের মাধ্যমেই জনপ্রিয় হয়ে যান। এরপর ২০০৮ সালে আসেন বিজয় টিভির জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘উঙ্গালিল ইয়ার আদুথা প্রভু দেভা’-তে। মজার ব্যাপার কি জানেন, তিনি অনুষ্ঠানে স্বীকার করেন যে, তিনি কোনো প্রশিক্ষিত ড্যান্সার না। তিনি তার মা কে দেখে শিখেছেন, শুধু চেয়েছেন যেন মায়ের মতো নাচতে পারেন।
পল্লবী যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, তখন তার একটি ছেলে বন্ধুকে চিঠি লিখে মনের কথা জানিয়ে ছিলেন। সেই কথা কোনোভাবে জানতে পারে তার পরিবার। আর সেই কারণে মা-বাবার কাছে ভীষণ মার খেয়েছিলেন তিনি। সেই পল্লবী নিজের ক্যারিয়ারে নাম করার আগে জুনিয়র আর্টিস্ট হিসেবেই কাজ করেছেন বহু সিনেমায়। ২০১৫ সালে ‘প্রেমাম’ ছবির হাত ধরে তাকে প্রথম চেনে দর্শক। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
সাই পল্লবীর ক্ষেত্রেই এমন কাকতালীয় অনেক ঘটনাই ঘটেছে। আজ তিনি পুরো ভারতের কাছে আকাংখিত পাত্রী। তার সিনেমা বক্স অফিস জয় করছে। ২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির এই নায়িকা। পেশায় চিকিৎসক, পড়েছেন চিকিৎসাবিদ্যা। করছেন অভিনয়। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
নতুন করে এই অভিনেত্রী আলোচনায় এসেছেন, কারণ সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আমরণ’। আর এই সিনেমা নিয়েই সাই পল্লবী বেশ আলোচনায় রয়েছেন। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। গত ৩১ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ছয় হাজার পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘আমরণ’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ৩৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩১ কোটি রুপি, তৃতীয় দিনে ৩৭ কোটি রুপি, চতুর্থ দিনে ৩৩ কোটি রুপি, পঞ্চম দিনে ১৮.৬ কোটি রুপি, ষষ্ঠ দিনে ১২.৭৫ কোটি রুপি, সপ্তম দিনে ৮.১৫ কোটি রুপি, অষ্টম দিনে ৮.৭ কোটি রুপি, নবম দিনে ১০ কোটি রুপি, দশম দিনে ১৬.৯ কোটি রুপি এবং এগারোতম দিনে ১৮ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় চোখ কপালে তোলার মতো।
সম্প্রতি এই অভিনেত্রীর ক্ষেত্রে গুজব ছড়ায় তিনি পরকীয়া প্রেম করছেন। শোনা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় এক বিবাহিত নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই নায়ক দুই সন্তানের বাবাও! তবে এসবকে পাত্তা না দিয়ে তেলেগু ভাষার ‘থান্ডেল’ ও হিন্দি ভাষার ‘রামায়ণ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝