শিরোনাম |
❒ জীবননগর থানা থেকে আসামি পলাতক
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে মাদক মামলার মনোয়ারা খাতুন(৩০) নামের এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জীবননগর থানার এস,আই পবিত্রসহ কনস্টবল সোলায়মান ও কনস্টবল মিতা খাতুনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধার সময় তাদের ক্লোজ করা হয়।উল্লেখ, গত বুধবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়াল পাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা।ওই নারীকে থানার নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান মনোয়ারা।
পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে মনোয়ারা খাতুন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারী আসামীদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এসময় ডিউটিরত অফিসার চা পান করতে যায়। গেটে তখন কেউ ছিলো না।
তিনি আরও জানান, গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার করা হবে। এবং দায়িত্ব অবহেলার কারনে ডিউটি অফিসার এস,আই পবিত্র ও কনস্টবল সোলায়মান এবং মিতা খাতুনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।