শিরোনাম |
যশোর শহরের আশ্রম রোডের একটি দ্বোতলা বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির মামলায় পুলিশ রহমত নামে এক যুবককে আটক করেছে। রহমত বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত ছাত্তারের ছেলে।
কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে আশ্রম রোডের সাইদ হাসমান দোলন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। অজ্ঞাত চোর বা চোরচক্র ওই বাড়ির রান্না ঘরের অ্যাডজেস্টার ফ্যান খুলে তার ভেতর দিয়ে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনাসহ ১৪ লাখ টাকার মালামাল চুরি করে। এই ঘটনার তিনি থানায় মামলা করলে এই মামলা গোলাম রসুল নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আশ্রম রোড থেকে রহমতকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।