gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ ২-১ গোলে কুপোকাত নেপাল

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০৮:৩৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-10-30_67224a63975e2.png

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনার দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জয় করলো। নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয় শর্টে গোল করেন।
তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ গোলে সমতা নিয়ে জমে ওঠে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের শোরগোল সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে। খেলার শেষ সময়ের কয়েক মিনিট আগেই শেষ গোলটি আদায় করে নেয় বাংলাদেশের মেয়েরা। ২-১ গোলে জয় তুলে নিয়ে তারা ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

আরও খবর

🔝