gramerkagoj
শনিবার ● ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
সিলেটে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন বিক্ষুব্ধ গ্রাহকরা
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০১:৪১:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-10-30_6721e2539a5f9.jpg

সিলেটের শিবগঞ্জ ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন অ্যামাউন্টের চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য গেলে তাদের দেওয়া হতো ৫-১০ হাজার টাকা। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে আজ দুপুরে শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছে।

আরও খবর

🔝