gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক

বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ভলকার টুর্কের
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০১:০৩:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-10-30_6721d9434bab9.jpg

বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এসময় তারা পরস্পর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভলকার টুর্ক বলেন, আজকের বৈঠকে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।
আজ তিনি সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।
এর আগে, সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান তিনি। টুর্ককে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।

আরও খবর

🔝