gramerkagoj
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
সংগীতশিল্পী মনি কিশোরের দাফন সম্পন্ন
প্রকাশ : শুক্রবার, ২৫ অক্টোবর , ২০২৪, ১২:৩৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-10-25_671b3c76978a4.jpg

রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধারের পাঁচদিন পর দক্ষিণ বনশ্রীতে চিরনিদ্রায় শায়িত হলেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার পর রাজধানীর দক্ষিণ বনশ্রীর সুলতান ভূঁইয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকার মিল্টন খন্দকার।
বিস্তারিত জানিয়ে গীতিকার মিল্টন খন্দকার বলেন, ‘মনি কিশোরের মেয়ে নিন্তী চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন। সেই কাগজটি প্রশাসন হাতে পেয়ে দাফনের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মসজিদটির পাশেই সুলতান ভূঁইয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।’
গত ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে নন্দিত সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সংগীতজীবনের শুরুতে বিয়ে করেন মনি কিশোর। শামীমা চৌধুরীর সঙ্গে সেই বিয়ে টেকেনি। দেড় যুগ আগে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মগ্রহণ করেন মনি কিশোর।

আরও খবর

🔝