gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন
প্রকাশ : শুক্রবার, ১৮ অক্টোবর , ২০২৪, ০৩:৫৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-10-18_67122d8352def.jpg

আমাদের অনেকের বাড়িতেই নেটওয়ার্কের সমস্যা হয়। বারবার কাস্টমার কেয়ারে ফোন করেও কোনো লাভ হয় না। আপনি ভাবছেন হয়তো এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আবার বুঝেও উঠতে পারছেন না, এমনটা কেন হচ্ছে। সে সমস্যার কারণ আপনার বাড়িতেই লুকিয়ে আছে। এর সঙ্গে সিম বা ফোনের কোনো সম্পর্ক নেই। অনেক টাকা দিয়ে হাই-স্পিড ইন্টারনেটের কানেকশন নেওয়ার পরও যখন বাড়িতে বা অফিসে ঠিকমতো স্পিড পাওয়া যায় না, এটা সত্যি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞরা বলেন, কম স্পিডের জন্য ইন্টারনেট প্রোভাইডারের দোষ না দিয়ে আগে এই কাজগুলো করে দেখুন
• ইন্টারনেটে গতি বাড়াতে রাউটারের ফ্রিকোয়েন্সি ৫ গিগাহার্টজ রাখুন।
• রাউটারের ওপর নজর দিন রাউটারটিতে যেন লেটেস্ট ফার্মওয়্যার থাকে।
• রাউটারটিকে দেয়ালের কাছে না রেখে দূরে খোলা জায়গায় রাখুন।
• বদ্ধ জায়গায় রাখলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
• ভালো গতি পেতে ওয়াই-ফাই রাউটার মোবাইল ফোন, রেডিও ও টেলিভিশনের পাশে রাখবেন না।
• নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের সেটিংসে গিয়ে ব্যান্ডউইডথ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন।
যদি সব কিছু করার পরও ভালো গতি না পান, তবে পুরোনো ওয়াই-ফাই বদলে নতুন ওয়াই-ফাই নিতে পারেন। বাজারে ৮০০-১০০০ টাকার ভেতরেই ওয়াই-ফাই রাউটার কিনতে পাওয়া যায়।

আরও খবর

🔝