gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
আমি ঠিক আছি, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন : আজহারী
প্রকাশ : শনিবার, ১২ অক্টোবর , ২০২৪, ০৪:২৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-10-12_670a4c52717ad.jpg

ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী পাঁচ বছর পর দেশে ফিরে আবারও মালয়েশিয়ায় চলে গেছেন। জনপ্রিয় এই ইসলামি বক্তা নিরাপদেই পৌঁছেছেন মালয়েশিয়ায়।
তবে মালয়েশিয়ার পুলিশ তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়ার খবর জানা যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দেশটির স্থানীয় সময় রাত ২টার পর তার ইমিগ্রেশন সম্পন্ন হয়। ইমিগ্রেশনে আটকে দেওয়ার ঘটনা নিয়ে নিজেই মুখ খুলেছেন মাওলানা আজহারী। এ নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টার পর মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
ফেসবুকে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’
দীর্ঘদিন পর গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। গতকাল শুক্রবার আবারও মালয়েশিয়ায় ফিরে গেলেন তিনি। তবে তিনি মাস খানেক পর আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

আরও খবর

🔝