gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

তড়িঘড়ি করেই শুরু ও শেষ
প্রকাশ : মঙ্গলবার, ৮ অক্টোবর , ২০২৪, ০৭:৩৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-10-08_6705361a39ded.jpg

স্বল্প সময়ের সিদ্ধান্তে যশোর সদর উপজেলা পর্যায়ে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা তড়িঘড়ি করে শুরু ও শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় ছিল না মেজর দু’টি ইভেন্ট ফুটবল ও হ্যান্ডবল। ফলে আশানুরূপ হয়নি আসরটি। অংশগ্রহণও করেনি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শারিরীক শিক্ষা বিভাগ স্বল্প সময় বেঁধে দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করার পরিপত্র জারী করায় এ অবস্থার সৃষ্টি।
এবারের আসরে ফুটবল ও হ্যান্ডবল না থাকলেও ছিল তিনটি ইভেন্ট। এই তিনটি ইভেন্ট হলো সাঁতার, কাবাডি ও দাবা।
দলগত ইভেন্ট ছাত্র কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে সি, এ, জি, মাধ্যমিক বিদ্যালয়। রানারআপ রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমি। ছাত্রী কাবাডিতে বরাবরের ন্যায় এবারও চ্যাম্পিয়ন যশোর আদর্শ বালিকা বিদ্যালয়। রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়া সাঁতার ও দাবা প্রতিযোগিতায় বালক বড়, মধ্যম ও বালিকা বড় ও মধ্যম গ্রুপ অংশ নেয়।
মঙ্গলবার মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। বক্তব্য রাখেন রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল ও মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস এম আশিক রহমান।
আগামী ১৫ অক্টোবর যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে ও একইদিনে শেষ হবে বলে একটি সূত্র থেকে জানা গেছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা যশোর জিলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আরও খবর

🔝