gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
অভয়নগরে চাঞ্চল্যকর মতিয়ার হত্যা মামলার প্রধান আসামি আটক
প্রকাশ : মঙ্গলবার, ৮ অক্টোবর , ২০২৪, ০২:৪৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-10-08_6704f37bf2736.webp

যশোরের অভয়নগরে র‌্যাবের অভিযানে মশরহাটি গ্রামের চাঞ্চল্যকর মতিয়ার হত্যা মামলার প্রধান আসামী তুহিন শেখ (৩৬) আটক হয়েছে। তুহিন অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ইজ্জত আলীর ছেলে। বুধবার সন্ধা ৬ টায় র‌্যাব-৮ বরিশাল ও র‌্যাব-৬ যশোরের যৌথ অভিযানে মাদারীপুর সদর উপজেলার লেকপাড় থেকে তুহিন শেখকে আটক করা হয়।
র‌্যাব-৬ সুত্রে জানা যায়, অভয়নগরের নওয়াপাড়ায় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ার বিশ্বাসকে হত্যা করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তুহিনকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় মশিহাটি গ্রামে আসামী তুহিন শেথ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মতিয়ার বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার বিশ্বাসের মৃত্যু হয়।

আরও খবর

🔝