gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
পাপারাজ্জিদের ‘অত্যাচারে’ বিরক্ত অনন্যা
প্রকাশ : রবিবার, ৬ অক্টোবর , ২০২৪, ১১:৫৭:০০ এএম
বিনোদন ডেস্ক:
GK_2024-10-06_670226c56f995.jpg

বলিউডের অন্যতম তরুণ মুখ অভিনেত্রী অনন্যা পান্ডে। স্টুডেন্ট অব দি ইয়ার টু সিনেমা দিয়ে ২০১৯ সালে বলিউডে অভিষেক ঘটে এ তারকার। বলিউডের এক সময়ের দাপুটে অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, তাই রুপালি জগতের সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল তার। বলিউডে নাম লেখানোর পর থেকে মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী।
তারকা খ্যাতির যে বিড়ম্বনা রয়েছে, তা কিন্তু নতুন না। বিশেষ করে পাপারাজ্জিদের ‘অত্যাচারে’ ভীষণ বিরক্ত অনন্যা। কারণ তাদের কিছু আচরণ মোটেও পছন্দ নয় এই নায়িকার। নেটফ্লিক্স ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অনন্যা।
ছবি তোলার সময়ে বিশেষ কিছু পোজ দেওয়ার জন্য বার বার বলতে থাকেন পাপারাজ্জিরা। এ তথ্য উল্লেখ করে অনন্যা পান্ডে বলেন, ‘তারা আমাকে পেছন ফিরে ক্যামেরায় পোজ দিতে বলেন, এ আচরণকে ঘৃণা করি।’
পাপারাজ্জিরা অনন্যার চেহারা দেখে কল্পিত গল্প রচনা করেন বলেও অভিযোগ তার। কেবল তাই নয়, গুঞ্জন চাউর করেছিলেন তার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ঘটনার বর্ণনা দিয়ে এ অভিনেত্রী বলেন, “সম্প্রতি জিম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারা আমাকে দেখে বলেন, ‘ওহ! তাকে দেখতে দুখী লাগছে। অবশ্যই তার জীবনে কিছু ঘটেছে। তার ব্রেকআপ হয়েছে।’ আমি তাদেরকে বলতে চাই, আপনারা আগে ১৭০ কেজি ওজনের ডেডলিফট (বারবেল বা বার তোলা) তুলুন, তারপর দেখুন।”
জিমে সবাইকেই ক্লান্ত দেখায়। কিন্তু পাপারাজ্জিরা সে বিষয়টি নিয়ে গল্প তৈরি করেন, যা অনন্যার অপছন্দ। এ বিষয়ে অনন্যা পান্ডে বলেন, ‘পাপারাজ্জিরা ক্লান্তিকে মানসিক যন্ত্রণা বলে ভুল করছেন। তারা আমার মুড (মেজাজ) পড়ার চেষ্টা করছেন, এটাকে আমি অপছন্দ করি।’
অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিটিআরএল’। বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত এ সিনেমা গত ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। বর্তমানে অনন্যার হাতে ‘শঙ্করা’ সিনেমার কাজ রয়েছে।

আরও খবর

🔝