শিরোনাম |
সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ত্রাণের টাকা বাঁচিয়ে ২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন (পরিশোধ) করে বিয়ে করেছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে বিয়ে সেই ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ফেসবুক টিকটকে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
ছবিটি গ্রামের কাগজ ফ্যাক্টচেক টিম অনুসন্ধান করলে দেখা যায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ত্রাণের টাকা বাঁচিয়ে ২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন (পরিশোধ) করে বিয়ে করেছে। এই মর্মে প্রচারণা চালানোর আলোচিত দাবিটি সঠিক নয়। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনার কনে সুইটি খাতুন পূর্ণিমা (২০) নৌকাডুবির ঘটনাই নিখোজ হয়। তবে ভাগ্যক্রমে কোনোরকমে সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে যায় বর আসাদুজ্জামান রুমন (২৫)। এই ঘটনাই বাংলা নিউজ ২৪। বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে! এটা হেডিং দিয়ে বর-কনের ছবি দিয়ে নিউজ প্রকাশ করেন । সেই ছবি ইডিটিং এর মাধ্যমে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছবি বসিয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ত্রাণের টাকা বাঁচিয়ে ২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন (পরিশোধ) করে বিয়ে করেছে। দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।