শিরোনাম |
যশোরের চৌগাছায় আওয়ামী লীগের পাঁচ নেতা চাঁদাবাজি মামলায় আটক হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করেন। বুধবার (২ অক্টোবর) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি চৌগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মুজিদকে ওই রাতে ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকার বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আফসার আলী মন্ডলের ছেলে। একই মামলায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসনকে আটক করেন। তিনি শাহাজাদপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
আটক অন্যরা হলেন, উপজেলার পাশাপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। ফুলসারা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক তোতা মিয়া। বুধবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হােসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।