gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ট্রেনের ধাক্কায় অভয়নগরে বৃদ্ধা নারীর মৃত্যু
প্রকাশ : বুধবার, ২ অক্টোবর , ২০২৪, ০৭:২৬:০০ পিএম
অভয়নগর অফিস:
GK_2024-10-02_66fd4b018b59f.jpg

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়ায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামের মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১১ টার দিকে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী ‘রকেট’ ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানেও কম শুনতেন। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও মুচলেকা দিয়ে মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত বলেন, আলোচনা ও মুচলেকা দেওয়ার পর নিহত জাহানারা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝