gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
র‌্যাংঙ্কিংয়ে সাকিব-মিরাজের উন্নতি
প্রকাশ : বুধবার, ২ অক্টোবর , ২০২৪, ০৬:৩১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-10-02_66fd3db94a575.jpg

কানপুর টেস্টে বাংলাদেশ পরাজিত হয়েছে ব্যাটারদের ব্যর্থতায়। এই ম্যাচে যদি তারা টেস্ট মেজাজে ব্যাটিং করতেন, তাহলে ম্যাচটি ড্র করতে পারতো সফরকারীরা। বোলাররা নিজেদের সামর্থ প্রমাণ করতে চাইলেও আরেক পক্ষের হতাশাব্যাঞ্জক পারফরম্যান্সে দুইয়ে দুইয়ে চার মেলাতে পারেনি বাংলাদেশ।
আইসিসির হালনাগাদ করা বোলিং র‌্যাংঙ্কিংয়েও বোলারদের প্রচেষ্টাকে সমীহ করা হয়েছে। র‌্যাংঙ্কিংয়ে উন্নতি দেখা গেছে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের।
কানপুরে ভারতের প্রথম ইনিংসে চারটি করে উইকেট শিকার করেন সাকিব ও মেহেদী। দ্বিতীয় ইনিংসে দু’টি উইকেট নেন মিরাজ। তবে শেষ ইনিংসে কোনো উইকেট পাননি সাকিব।
আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা গেছে, চার ধাপ উন্নতি হয়েছে মিরাজের। ২২তম অবস্থান থেকে ১৮ তে উঠে এসেছেন ডানহাতি টাইগার স্পিনার। অন্যদিকে পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে সাকিবের। বাঁহাতি স্পিনার আছেন ২৮তম অবস্থানে।
এছাড়া অলরাউন্ডার ক্যাটাগরিতেও উন্নতি হয়েছে মিরাজের। দু’ধাপ এগিয়ে বর্তমানে পঞ্চম স্থানে তিনি। সাকিব আগের মতোই তৃতীয় স্থানে আছেন।
আইসিসির টেস্ট বোলিং র‌্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বোলিং র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় পেসার। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে দুইয়ে নামিয়ে বিশ্ব টেস্ট বোলারদের নেতৃত্ব হাতে নিয়েছেন বুমরাহ।
আর টেস্ট ব্যাটিং র‌্যাংঙ্কিংয়ে ক্যারিয়ারের নতুন সেরা অবস্থানে গেছেন ভারতের যসস্বি জয়সওয়াল। তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় বাঁহাতি ওপেনার। শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট আর দ্বিতীয় স্থান দখলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝