gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হিলিতে কেজিতে ১৫ টাকা কমলো পেঁয়াজের দাম
প্রকাশ : বুধবার, ২ অক্টোবর , ২০২৪, ০৪:৫৫:০০ পিএম
দিনাজপুর প্রতিনিধি:
GK_2024-10-02_66fd2696bb1a3.jpg

হিলি স্থলবন্দর দিয়ে আগের তুলনায় ভারত থেকে পেঁয়াজ আমদানি কিছুটা বেড়েছে। বর্তমানে ১৫-২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হচ্ছে। যে কারণে সপ্তাহের ব্যবধানে হিলিতে আমদানি করা পেঁয়াজের কেজিতে দাম কমেছে ১৫ টাকা। দাম কমায় সাধারণ ক্রেতা ও বন্দরের পাইকারদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
হিলি স্থলবন্দরে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮২ টাকা কেজি। যা সপ্তাহখানেক আগেও বিক্রি হয়েছে ৯০-৯৫ টাকা কেজি দরে। দাম আরো কমার সম্ভাবনা আছে বলে আমদানিকারকরা জানান।
হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, পেঁয়াজের দাম কম হলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। বিভিন্ন আড়তে পেঁয়াজ পাঠাতে পারি। অনেক অর্ডার থাকে যখন দাম কম থাকে।
বাজারের আরেক খুচরা ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ৬৮ টাকা পাইকারি কিনে ৭০ টাকায় খুচরা বিক্রি করছি।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। গত চারদিন আগে ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। আজ বাজারে এসে দেখি ৭০ টাকা কেজি। তাই কম দাম পেয়ে বেশি করে পেঁয়াজ কিনলাম।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু বলেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, যার কারণে আমাদের দেশে আমদানি করা পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। আমদানি বাড়লে দুর্গাপূজার আগে আরো পেঁয়াজের দাম কমবে বলে জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝