gramerkagoj
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
gramerkagoj
স্বামী দ্বিতীয় বিয়ে করায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৮:০০ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-10-01_66fc1f70208d4.jpg

সাতক্ষীরায় দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক পাষন্ড মা। স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী এ ঘটনা ঘটিয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আত্মহননকারি মনিরা খাতুন ঘোনা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পার্শ্ববর্তী কুশখালী গ্রামের রাজুর স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ মনিরা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এর আগেও তিনি বাবার বাড়ি এসে থেকেছেন বেশ কিছুদিন। গত দু’দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘোনা গ্রামে চলে আসেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে মনিরা খাতুন। এর আগে তিনি তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও খবর

🔝