শিরোনাম |
নার্সিং ইনস্টিটিউটের ডিজিসহ সকল ক্যাডারদের প্রত্যাহারের দাবিতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ সাত উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ করে তিন ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি।
এক সঙ্গে আজ বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা রয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হয়।
এদিকে, জেলার সাতটি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানান, এমনিতেই হাসপাতালে চিকিৎসকেরা রোগীকে অবহেলা করেন। দিনে একবার ডাক্তারের দেখা পাওয়া অনেকটা দুষ্কর। এর মধ্যে নার্সরা এভাবে কর্মবিরতি পালন করলে হাসপাতালে ভর্তি হওয়া সাধারণ রোগীরা চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছে। রোগীদের সেবার কথা চিন্তা করে নার্সদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।
এদিকে কর্মবিরতি চললেও জরুরি সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। কর্মসূচি থেকে একই দাবিতে আজ ৫ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আরজিনা খাতুন, বিএনএ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, পরিষদের আহ্বায়ক সালমা খানম, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর শরমিন সুলতানা পারভিন, মমতাজ বেগম, স্বপ্না বিশ্বাস, জান্নাত আরা, সিনিয়র স্টাফ নার্স তহমিনা আক্তার প্রমুখ।