gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
যশোরে নার্সদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-10-01_66fc1c0e128ab.jpg

নার্সিং ইনস্টিটিউটের ডিজিসহ সকল ক্যাডারদের প্রত্যাহারের দাবিতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ সাত উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ করে তিন ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি।
এক সঙ্গে আজ বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা রয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হয়।
এদিকে, জেলার সাতটি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানান, এমনিতেই হাসপাতালে চিকিৎসকেরা রোগীকে অবহেলা করেন। দিনে একবার ডাক্তারের দেখা পাওয়া অনেকটা দুষ্কর। এর মধ্যে নার্সরা এভাবে কর্মবিরতি পালন করলে হাসপাতালে ভর্তি হওয়া সাধারণ রোগীরা চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছে। রোগীদের সেবার কথা চিন্তা করে নার্সদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।
এদিকে কর্মবিরতি চললেও জরুরি সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। কর্মসূচি থেকে একই দাবিতে আজ ৫ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আরজিনা খাতুন, বিএনএ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, পরিষদের আহ্বায়ক সালমা খানম, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর শরমিন সুলতানা পারভিন, মমতাজ বেগম, স্বপ্না বিশ্বাস, জান্নাত আরা, সিনিয়র স্টাফ নার্স তহমিনা আক্তার প্রমুখ।

আরও খবর

🔝