শিরোনাম |
যশোরে ডেঙ্গু প্রতিরোধে পক্ষকালব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে। যশোর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার কালেক্টরেট চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী (পানি) বিএম কামাল আহমেদ এবং গণপূর্ত কর্তকর্তা মোখলেসুর রহমান।
জেলা প্রশাসক বলেন, প্রতিদিন সকাল ৯টার মধ্যই শহরের যাবতীয় ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে, সেখান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা আবর্জনা অপসারণ করবেন। নয়টি ওয়ার্ডের ময়লা ও আবর্জনা নিষ্কাশনে দায়িত্বপ্রাপ্তরা তদারকি করবেন। নির্দেশনা না মানলে বা দায়িত্ব পালনে অবহেলা করলে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে জানান তিনি।