শিরোনাম |
চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীসহ অপরিচিত ৭/৮ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মানিকদিহি গ্রামের রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলেন বড়হৈবতপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাজেদুল ইসলাম মিন্টু, হাফানিয়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আব্দুল গফুর, ছোটহৈবতপুর গ্রামের মৃত আজিজ বিশ^াসের ছেলে আব্দুল কাদের, মৃত এলাহী বক্স মন্ডলের ছেলে শাহাজাহান আলী, লাউখালি গ্রামের কুদার ছেলে খলিলুর রহমান, ভাগলপুর গ্রামের বুলু বিশ^াসের ছেলে লাভলু ওরফে পিস্তল লাভলু ও বারীনগর বাজার কোলোনির মিজানুর রহমান মন্ডলের ছেলে সাইফুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলাম সাতমাইল বাজারের কাজী অফিসের সামনে ১২ শতক জমি কিনে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ সময় আসামিরা রবিউল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বাড়ির কাজ বন্দ করে দেন। ফের বাড়ির কাজ শুরু করলে ২০২৩ সালের ২৪ জানুয়ারি সকালে আসামিরা ঘটনাস্থলে এসে চাঁদা না দেয়ায় কাজ বন্দসহ রবিউল ইসলামকে মারপিট ও কুপিয়ে জখম করেন। নিরুপায় রবিউল ইসলাম আসমিদের ১০ লাখ ৫০ হাজার টাকা দিলে বাকি টাকা দ্রুত দেয়ার হুমকি দিয়ে চলে যান তারা। আসমিরা প্রভাবশারী হওয়ায় সেসময় ঘটনার পর মামলা করা সম্ভব হয়নি বলে বাদী উল্লেখ করেছেন।