শিরোনাম |
❒ মাদক কারবারীদের ঘরভাড়া না দেয়ার জের
যশোরের রেলগেটে মাদক করবারীদের ঘর ভাড়া না দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ওই মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, রেলগেট পশ্চিমপাড়া এলাকার আনু (৫৫), সোহেল (৩০), শিউলীসহ (৩০) একটি মাদক কারবারী চক্র এলাকার রেহেনা বেগমের (৪০) বাড়ি ভাড়া নেয়ার জন্য সম্প্রতি জবরদোস্তি করে আসছিল। এ ঘটনায় রেহেনা বেগমের কেয়ারটেকার এলাকার বাবু বাধ সাধেন। আনু ও শিউলী গং মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকায় কেয়ারটেকার বাবু তাদেরকে ঘর ভাড়া দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয় তারা। বাবুকে মারপিট খুন জখম করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় রেলগেট মডেল মসজিদের পাশে আজাদের গ্যাসের দোকানের মধ্যে বাবুকে পেয়ে ডেকে নেয় তারা। দোকান থেকে বের হলেই তারা মারপিট শুরু করে বাবুকে। এ ঘটনায় তার শরীরের বিভিন্নস্থানে এবং ডান চোখ আঘাত প্রাপ্ত হয়। অন্যায়ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থান জখম করা ও পকেটের টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন বাবু।
হামলার সময় তার হাতে থাকা একটি আংটিও ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।