শিরোনাম |
❒ যশোরে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন
যশোর থেকে পিপিআর ও ক্ষুরারোগ নির্মূলের লক্ষ্যে সাড়ে ৭ লাখ ছাগল ভেড়াকে প্রতিরোধমূলক পিপিআর রোগের ২য় ডোজ টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকা কার্যক্রম চলবে আগামি ১৮ অক্টোবর পর্যন্ত।
যশোরের ৮ উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে চলবে এই কার্যক্রম। ১ অক্টোবর সকাল ৯ টায় যশোরের লেবুতলা স্কুলমাঠে পক্ষকালব্যাপি এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিন টিকা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক। উপস্থিত ছিলেন যশোর সরকারি হাঁস মুরগি প্রজনন কেন্দ্রের উপ পরিচালক বখতিয়ার হোসেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন।
টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তারা বলেন ২০৩০ সালের মধ্যে দেশকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এ সংক্রান্ত প্রকল্পের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে ১৫ দিন। মাঝে সরকারি ছুটি থাকায় আগামি ১৮ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান চলবে। জেলার ৮ উপজেলার সব ইউনিয়নের সব ওয়ার্ডে একযোগে চলমান থাকবে টিকা প্রদান এবং তা বিনামুল্যে। পিপিআর রোগের টিকা ছাগল ও ভেড়ায় জন্য বিনামূল্য ২য় ডোজ হিসেবে প্রদান করা হচ্ছে। খামারী ও জনসাধারণকে এলাকাভিত্তিক এই ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের ছাগল ও ভেড়ায় টিকা গ্রহনের আহবান জানানো হয়।