শিরোনাম |
বর্তমান সরকার ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করেছেন। সেই সার্চ কমিটি দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের আনুষ্ঠানিক মতবিনিময় সভা। প্রতিদিন তিনটি করে ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভা হওয়ার কথা। এমনটাই জানা গেছে ক্রীড়া পরিষদ সূত্রের মাধ্যমে।
মঙ্গলবার শুরু হয় বাংলাদেশ হকি ফেডারেশন দিয়ে। এরপর বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাথে মতবিনিময় হয়।
বুধবার বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বৃহস্পতিবার বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করবে সার্চ কমিটি।
মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে দু’জন করে কর্মকর্তা, একজন কোচ বা বিশেষজ্ঞ, চারজন করে জাতীয় দলের খেলোয়াড়, প্রবীণ সংগঠক। প্রতি ফেডারেশনের চারজন করে সাবেক কর্মকর্তা ডেকেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক চারজন করে খেলোয়াড় ডাকা হয়েছে। যেখানে শর্ত দেওয়া হয়েছে কমপক্ষে প্রিমিয়ার ডিভিশনে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। সাবেক দু’জন করে কোচ, রেফারি ও আম্পায়ারকেও ডাকা হয়েছে এই মতবিনিময় সভায়।