gramerkagoj
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
gramerkagoj
নওগাঁয় পলিথিন এর ব্যবহার বন্ধ করতে মানববন্ধন
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৪:০৮:০০ পিএম
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
GK_2024-10-01_66fbca2a8ee42.jpg

"পলিথিন মুক্ত বাংলাদেশ চাই, দূষণমুক্ত পরিবেশ চাই" এই স্লোগানে পলিথিন এর ব্যবহার রুখতে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজেশন নওগাঁ এর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। অ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজশন নওগাঁ এর সংগঠক শাবানা আক্তার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিক এর নওগাঁর সভাপতি নুর মমিনুল হক। মানববন্ধনে বক্তারা পলিথিন ব্যবহারে মানবজীবন এবং পরিবেশের ক্ষতিকর দিক তুলে ধরে পলিথিনের ব্যবহার বন্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিভা আক্তার জুঁই, সুলতানা, শাহনাজ পারভিন, আরিফা, শামীমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস লতা।

আরও খবর

🔝