শিরোনাম |
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে পৌঁছালে ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে ধরনের হতে পারেন। তারপরও তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।