শিরোনাম |
যশোর সরকারি এমএম কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর নাসিম রেজাকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। তার অবসরজনিত কারণে অর্থনীতি বিভাগের উদ্যোগে শ্রেণিকক্ষে সোমবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইনাম হোসেনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বিদায়ী বিভাগীয় প্রধান নাসিম রেজা, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক সাজ্জাদুল ইসলাম, সহকারী অধ্যাপক তোফায়েল েেহাসেন এবং সহকারী অধ্যাপক মহিউদ্দিন।
আলোচনা সভার পূর্বে বিদায়ী বিভাগীয় প্রধান নাসিম রেজাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।