gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরের আ’লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:১৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-30_66fac0711e2e4.jpg

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার ছেলেকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার নওদাগ্রামের বাসিন্দা বিএনপি নেতা আবু খায়েরের ছেলে সোহেল রানা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।
আসামিরা হলেন ছোট হৈবতপুর গ্রামের আবু সিদ্দিক, বাবলু হোসেন, মিজানুর রহমান, তীরেরহাট গ্রামের আলমগীর হোসেন, মধুয়াপুর গ্রামের শাহাজাহান কসাই ও তার ছেলে মিটুল গাজী, মুরাদগড় গ্রামের মিন্টু হোসেন, বানিয়ালী গ্রামের মোস্তফা, মথুরাপুর গ্রামের শহর আলী কালা ও মিনহাজ।
মামলার অভিযোগে জানা গেছে, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু খায়ের ও তার ছেলে সোহেল রানা সাতমাইল বাজারে চালের আড়তের ব্যবসা করেন। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বেশ কিছুদিন ধরে আসামিরা আবু খায়েরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে হুমকি দিচ্ছিলেন। গত ৫ আগস্ট সকালে আবু খায়ের ও তার ছেলে সোহেল রানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাত লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে হাই স্কুলের প্রবেশ মুখে পৌঁছালে আসমিরা তাদের গতিরোধ করে মারপিট করে হাতে থাকা টাকার ব্যাগ কেড়ে নেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝