শিরোনাম |
যশোরে ডিবির অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের একজন সদস্যকে আটক করা হয়েছে। শহরের ঘোপ সেন্ট্রালরোড থেকে রোববার বিকেলে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশিপুরচর গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে। এরআগে এ ঘটনায় ভুক্তোভোগী ঝিকরগাছা উপজেলার সিটি ব্যাংক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস মোটরসাইকেল খুইয়ে থানায় মামলা করেন।
বিষয়টি ডিবির নজরে আসায় ২৪ ঘণ্টার মধ্যে যশোর শহরে চুরি করার সময় হাতেনাতে আটক করা হয় মোহাম্মদ আলীকে।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর বিদ্যুৎ কুমার তার হিরোহুন্ডা স্লিন্টার ১০০ সিসির মোটরসাইকেলটি সিটি ব্যাংকের সামনে রেখে উপরে যান। আধা ঘণ্টা পরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে আশপাশের সিসি ফুটেজে উঠে আসে দুইচোর তার মোটরসাইকেল নিয়ে কৌশলে পালিয়েছে। পরবর্তীতে ডিবির নজরে আসে।
অন্যদিকে, ডিবি আর এক ঘটনায় ঘোপ সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে মোহাম্মাদ আলীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আলী জানায় সে একটি গ্যারেজে বিদ্যুতের মোটরসাইকেল পরিষ্কার করতে দিয়ে আরেকটি মোটরসাইকেল চুরি করতে যেয়ে ধরা খেয়েছে। এরপর ডিবি পুলিশ ওই মোটরসাইকেল উদ্ধার করে। একইসাথে তার কাছ থেকে তিনটি মোটরসাইকেলের মাস্টার কি উদ্ধার করা হয়।
ডিবি আরও জানায়, ওই মাস্টার কি দিয়ে যেকোনো মোটরসাইকেল সহজেই চোরচক্রের সদস্যরা তালা খুলে ফেলে। এরপরই চম্পট দেয়। এ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।