gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সাফ অনূর্ধ্ব-১৭

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৭:৫৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-30_66fab39aa9277.JPG

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে জয়ের স্বপ্নে ফাইনালে নেমেছিল বাংলাদেশের তরুনরা। তবে সেই স্বপ্ন পূরণ হলো না। প্রতিপক্ষ ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হতে হয়েছে। বাংলাদেশের হৃদয় ভেঙেছেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাশ।
শুরুটা করেন কাইফ। ৫৮ মিনিটে সতীর্থের নেওয়া কর্নার থেকে মাথা ছুঁইয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। তার সেই গোলেই পরে শেষ হাসি হাসে ভারত। গোল হজমের পর তা শোধ দিতে মরিয়া হলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
আসলে সমতায় ফেরার মতো কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়েছেন নাজমুল হুদা ফয়সাল-অপু রহমানরা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
২০২২ সালে প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামেও শিরোপাটা নিজেদের কাছে রেখে দিল তারা।
ফুটবলে সিনিয়র হোক আর জুনিয়র যে কোনো পর্যায়েই বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে যেমন ভারতের কাছে সেমিফাইনালে ২-০ গোলে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। সেই হারের শোধ তো আজ নেওয়া হইলো না উল্টো ফাইনালে হেরে শিরোপাও হারাল বাংলাদেশ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝