gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দক্ষিণ আফ্রিকা ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৭:৪২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-30_66faabe25ced6.JPG

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন এবং তার আগের ঘটনাবলির কারণে দক্ষিণ আফ্রিকাও প্রথমবারের মতো তাদের নিরাপত্তা প্রতিনিধি দল পাঠায়। গত সপ্তাহে তিনদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশনস ম্যানেজার সিভুইলি এমকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খন্তো ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিন। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ রোরি স্টেইন। চার সদস্যের রিপোর্টের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাংলাদেশ সফরের সবুজ সংকেত দিয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সবুজ সংকেত পাওয়ার পরই সিরিজ চূড়ান্ত করেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের সূচি চূড়ান্ত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে। যা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝