gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শেষ হয়ে যায়নি কানপুর টেস্টের রোমাঞ্চ
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৭:৪০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-30_66faaacc823e7.jpg

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম দিনে তিনটি উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলাই হয়নি। চতুর্থ দিনে এসে দু’দলের পড়েছে ১৮টি উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হওয়ার পর নয় উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে ইনিংসে ৫২ রানের লিড পায় স্বাগতিকরা। জবাবে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৬ রান। সাদমান ইসলাম সাত আর মুমিনুল হক শূণ্য রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশ পিছিয়ে ২৬ রানে। ফলে কানপুর টেস্টের রোমাঞ্চ এখনও শেষ হয়ে যায়নি।
মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ কতদুর এগোতে পারে, তার ওপরই নির্ভর করছে এই ম্যাচ বাঁচাতে পারবে কিনা শান্তরা। এই টেস্টে ফল আনতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে ভারত। টেস্টে তারা ব্যাটিং করেছেন টি-২০ স্টাইলে। কানপুর টেস্টে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে দ্রুততম ৫০, ১০০, ১৫০ রানের বিশ্বরেকর্ডও গড়েছে রোহিত শর্মারা।
কানপুরে যেন রানের বন্যা বইয়ে দিতে নেমেছে ভারত। তিন ওভারে দলীয় ফিফটি করে ভারত। যা এর আগে আর কোনো দল করতে পারেনি। গেল জুলাইয়ে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ওভার দুই বলে ৫০ রান তুলেছিল ইংল্যান্ড।
এরপর ১০ ওভার এক বলে ১০০ রানের কোটা পার করে দ্বিতীয় বিশ্বরেকর্ড করেছে ভারত। টেস্টে ৬১ বলে আর কোনো দল ১০০ রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল ভারতেরই। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ওভার দুই বলে ১০০ করেছিল ম্যান ইন ব্লুজরা।
ভারতের নতুন রেকর্ডে মূল অবদান রেখেছেন যসস্বি জয়সওয়াল। ৩১ বলে ফিফটি হাঁকিয়ে তিনিও করেছেন দারুণ এক রেকর্ড। টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন জয়সওয়াল।
চা বিরতির আগে মারকুটে জয়সওয়ালকে আউট করেন হাসান মাহমুদ। টাইগার পেসারের বলে বোল্ড হওয়ার আগে ৭২ রান করে ফেলেন ভারতীয় ওপেনার। খেলেন মাত্র ৫১ বল। ১৬ ওভারের খেলা শেষে দুই উইকেটে ১৩৮ রান করে চা বিরতিতে যায় ভারত।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে শুরুতে উইলোবাজিতে মেতে ওঠেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। চতুর্থ ওভারে উড়তে থাকা রোহিতকে থামান মেহেদী হাসান মিরাজ। চতুর্থ বল পায়ে লাগলে রিভিউ নিয়ে এলবিডাব্লু থেকে বেঁচে যান রোহিত। কিন্তু পরের বলে তাকে বোল্ডই করে দিলেন মিরাজ। ১১ বলে ২৩ রান করেন ভারতীয় ওপেনার।
ভারতীয়রা দ্রুত রান তুলতে চাইলে টানা দুই ওভারে দুই শিকার করেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার ভারতীয় ইনিংসের ১৮তম ওভারে শুভমান গিল আর ২০তম ওভারে রিশাভ পান্তকে তুলে নেন। দু’জনই আগ্রাসী খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন। শুভমান ৩৯ আর পান্ত করেন নয় রান। ১৫৯ রানে চার উইকেট হারায় ভারত।
পঞ্চম উইকেটে বিরাট কোহলি আর রিশাভ পান্ত ৫৯ বলে গড়েন ৮৭ রানের জুটি। এই জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন সাকিব আল হাসান, বিরাট কোহলিকে বোল্ড করেন। ৩৫ বলে ৪৭ করেন কোহলি।
সাকিব আর মিরাজ মিলে ৩৯ রানের মধ্যে ভারতের পাঁচটি উইকেট তুলে নেন। লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ করে স্টাম্পিং হন মিরাজের বলে।
সাকিব ৭৮ রানে আর মিরাজ ৪১ রান খরচায় নেন চারটি করে উইকেট। ৬৬ রানে একটি উইকেট নেন হাসান মাহমুদ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝