gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
উপকার কল্লি ইরামই হয়!
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ১০:৩০:০০ এএম
:
GK_2024-09-30_66fa28eae8ac6.jpg

এক লোকের খামারে এট্টু দুলদুলে এক ঘুড়া ছিল। লোকটা ঘুড়াডাওে খুব পছন্দ কত্তেন। সেই খামারে এক হাইতের রাম ছাগল ছিল। একবার হটাস কি এট্টা আনকা রোগ আইসে ভর করে ঘুড়াডার ওপর। তরতাজা ঘুড়াডা নিজবিল্লে হইয়ে যাতি শুরু করে। দানা পানি খাওয়া ছাড়ান দিয়ার কায়দা। ঘুড়াডার এই হাল দেইকে ছাগলডার মন বিজায় খারাপ। সে সারেদিন ঘুড়াডার কাচে পিটি থাকে। খামারের মালিকটার মন সেইরাম খারাপ। হ্যাতো শখের ঘুড়াডা এই হাল দেইকে তিনিও বুকোয় পড়লেন। শেষমেষ তিনি টাউনি যাইয়ে বড় এক পশু দাক্তার নিয়ে আসলেন টিটমিন দিতি। বড় দাক্তার দেইকে শুইনে কলেন, ঘুড়াডার মারাত্মক এক ভাইরাসে ধইরেচে। হাই পাওয়োরের তিনডে ভ্যাকসিন পর পর তিনডে মাত্তি হবে। তাতে যদি ঘুড়া উইটে থিয়ে হইয়ে দাড়ায় তালি ভাববেন সে ভালো হইয়ে যাবে। আর যদি পড়–টেই হইয়ে থাকে তালি তার আর ভালো হওয়ার কোন জো নেই। তকন তারে মাইরে ফেলতি হবে। না হলি এই ব্যারাম এই খামারের অইন্যেগের মদ্দি ছড়ায় যাবে।
এই কতা কইয়ে পেত্তম দিন এট্টা ভ্যাকসিন মাইরে চইলে গেলেন। দাক্তার আর মালিকির মদ্দি কতা ছাগলডা শুইনে দৌড়োয় যাইয়ে ঘুড়াডারে সব খুইলে কলে। পরের দিন আইসে দাক্তার আরাট্টা ভ্যাকসিন মাইল্লো। দুডো মারার পরেও ঘুড়ার কোন উন্নতি নেই। এদিকে ছাগলডা তিরাস খাইয়ে যাইয়ে ঘুড়াডারে কলে দোস্ত ভ্যান ধরার জন্যি হলিও উইটে দাড়াও। না হলি কিন্তুক কাল তুমারে মাইরে ফেলবে। তাতেও ঘুড়া কোন চ্যাতবোদ নেই। শেষের দিন দাক্তার আইস শেষ ভ্যাকসিন পুশ কইরে কলে। আমার আর বিচু করার নেই। দেকা যাক হয় ভালো হবে নাই মাইরেই ফেলতি হবে। এই কতা শুইনে ছাগলডা কাইন্দে বুড়োয় ঘুড়ার কাচে যাইয়ে কলে, দোস্ত একনও সুমায় আচে এট্টু দাড়া। নাই কিন্তু তোরে জানে মাইরে দেলে বিলে।
ছাগলের কান্দা দেইকে ঘুড়াডার মনেও ভয় ধইরে গেলো। সে সব শক্তি এক কইরে উটে দাড়ালো। ডাকা শুরু কইল্লো আর আস্তের আস্তের দৌড়োনোও শুরু কইল্লো। সিডা দেইকে ছাগল কি খুশি। এর মদ্দি মালিক ঘুড়ার এই দৃশ্য দেইকে দাক্তাররে কলে আপনার টিটমেনে কাজ হইয়েচে। কাল আমার বাড়ি আপনার দাওয়োত। আমার রামছাগলডা জবোই কইরে আপনারে খাওয়াবো।
আশপাশে অনেকেই আছে যাইগের দশা ছাগলের মতো। পরের ভালো কত্তি যাইয়ে নিজিরই জবোই হওয়ার জুগাড়। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝