gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
কল রিসিভ করে শূন্য চাপামাত্রই ৯ লাখ টাকা গায়েব!
প্রকাশ : শনিবার, ২১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:৩৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-21_66ee67d3e039b.jpg

সাইবার জালিয়াতি থেকে সকল নাগরিকদের সরকারিভাবে বিভিন্ন সময় সচেতন করা হলেও মানুষ এখনও সেভাবে সচেতন হয়ে ওঠতে পারেনি। অপরাধীরা বিভিন্ন উপায়ে ব্যবহারকারীদের ওটিপি কোড ব্যবহার করতে সক্ষম হচ্ছে। তাই কোনো অপরিচিত নাম্বার বা ইমেইলে কোনো খুদে বার্তা বা কল আসলে ব্যবহারকারীদের তা সাড়া না দেয়াই উচিৎ। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ৫৯ বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে ৯ লাখ টাকা হারিয়ে ফেলেছেন।
পিটিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারিত ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে প্রধান বিদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং তিনি কোলাবায় বাস করেন।
জানা গেছে, ওই ব্যক্তি ১৬ সেপ্টেম্বর তার মোবাইল ফোনে ভয়েস মেসেজ পান। যেখানে তাকে জানানো হয়, তার ফোন নম্বরটি ২ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে। আর তিনি যদি নম্বরটি ঠিক রাখতে চান, তাহলে শূন্য (০) চেপে পরবর্তী প্রশ্নের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে। এরপর ওই ব্যক্তি নির্দেশাবলী অনুসরণ করতে শুরু করেন।
পরবর্তীতে তিনি প্রতারকদের সঙ্গে ভিডিও কলও করেন। আর ভিডিও কলে প্রতারকের তরফ থেকে এক ব্যক্তি নিজেকে সিপিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাকে জানান তিনি মানি লন্ডারিং মামলায় জড়িত আছেন। প্রতারক আরও দাবি করেন, তার নম্বরটি ৫.৮ মিলিয়ন টাকার আর্থিক তছরুপের মামলার সঙ্গে যুক্ত। এছাড়াও, বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকেরা তাকে জানায়, তার নম্বরটি ২৪৭টি অন্যান্য অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে, যার মধ্যে প্রতারিতের পরিচিত ব্যবসায়ী নরেশ গোয়েলের নামও আছে।
এরপর ওইদিন দুপুর ২টা নাগাদ তিনি আরও একটি কল পান। যাতে প্রতারকেরা জোর করে তার পরিবার, আর্থিক সম্পত্তি এবং ব্যক্তিগত বিবরণ সম্পর্কে জানতে চান। এই কলটি প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত চলেছিল। আর এর পর তারা পুনরায় ভিডিও কলও করেন।
প্রতারকদের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে ডিজিটালি গৃহবন্দি করা। তাছাড়াও তারা ভয় দেখানোর জন্য ভুয়া অনলাইন আদালত স্থাপন করেন। যেখানে এক প্রতারক নিজেকে বিচারক বলেও দাবি করেন। আর সেই বিচারক ভুক্তভোগীকে জানায়, তার মামলা নিষ্পত্তির জন্য তাকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা জমা দিতে হবে। অনবরত চাপ দেওয়ার পর ওই ব্যক্তি বাধ্য হয়ে প্রতারকদের দাবি অনুযায়ী টাকা পাঠান। তিনি খোঁজ খবর নিয়ে পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
প্রতারকদের থেকে নিরাপদ থাকতে কি করা যেতে পারে?
# আপনি যদি এমন কোনো সন্দেহজনক কল পান যেখানে নিজেকে কেউ সরকারি কর্মকর্তা বলে দাবি করে আপনার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাইছে, তাহলে সেই সকল কল বিশ্বাস করবেন না। বরং সেই দাবিগুলো যাচাই করতে সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।
# ফোনে অপরিচিত ব্যক্তিদের কাছে আর্থিক বিবরণ সম্পর্কিত তথ্য এবং পারিবারিক তথ্য প্রকাশ করবেন না।
# এমন কোনো ভয়েস মেসেজ বা টেক্সট থেকে সতর্ক থাকুন, যেগুলো আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে অথবা আর্থিক লেনদেন করার জন্য চাপ প্রয়োগ করে থাকে।
# কখনো কোনো কল বা মেসেজে সন্দেহ হলে, কল বা মেসেজের কার্যকলাপে অসংগতি দেখতে পেলে অথবা এরকম কোনো ঘটনার শিকার হলে দেরি না করে পুলিশ অথবা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

আরও খবর

🔝