gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ষড়যন্ত্র শেষ হয়নি এখনো : সেলিনা রহমান
প্রকাশ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০২:২৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-20_66ed3217321e1.jpg

ষড়যন্ত্র শেষ হয়নি এখনো জানিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন, সাবধান থাকতে হবে সবাইকে। নানা রকম ষড়যন্ত্র চলছে।
আমাদের প্রত্যাশা কথা বলার অধিকার, বেকার যুবকের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন। কিন্তু অন্তবর্তী সরকারের পক্ষে এত প্রত্যাশা পূরণ করা সম্ভব না। কারণ এই প্রত্যাশা পূরণ করতে পারে কেবল মাত্র নির্বাচিত সরকার।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন।
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মুহাম্মদ নেছারুল হক প্রমুখ।
এখনো ষড়যন্ত্র শেষ হয়নি জানিয়ে এই নেত্রী বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী নানা রকম ষড়যন্ত্র করছেন। তার দলবল লুকিয়ে আছে। তাদেরকে বর্তমান প্রশাসন আগলে রেখেছে, বের করছে না। অনেক নেতাকর্মীকে পার করে দেওয়া হয়েছে। কারা পার করেছে। আওয়ামী দোসররা পোশাক খাতের অস্থিরতা সৃষ্টি করেছে। সবাইকে সাবধান থাকতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, শতাধিক মামলার আসামি হয়েছি গত ১৭ বছর ধরে। দেশের এমন কোনো গ্রাম নেই, যেখানে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন ও মামলার শিকার হন নাই।
১৭ বছর ধরে বিএনপি সরকার পতন আন্দোলনের পথ তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতা নেমে আসাতে এই আন্দোলন সফল হয়েছে। এ সময় তিনি দ্রুত নির্বাচন দেওয়া ও শেখ হাসিনার ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান।
বর্তমান সরকারের উদ্দেশ্যে নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, সংস্কারের নাম করে যদি মেয়াদ বাড়তে থাকে তাহলে অন্তর্বতী সরকার প্রশ্নের মুখে পড়বে। খালেদা জিয়ার মামলাগুলো এতদিন থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই। তারেক জিয়া সাড়ে ১৭ বছর বৈষম্যের শিকার হয়েছেন। তার মামলাগুলোও এখনো প্রত্যাহার হয় নাই।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝