gramerkagoj
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চাঁচড়া ফাঁড়ির সাবেক ইনচার্জসহ চার পুলিশের বিরুদ্ধে মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:০৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-19_66ec4001c4288.jpg

যশোরে দশ লাখ টাকা চাঁদা দাবিতে কাবিল হোসেন নামে একজন টাইলস মিস্ত্রিকে অপহরণের ঘটনায় চাঁচড়া ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই বায়েজিদসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দার মন্ডলের স্ত্রী শিরিনা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি দায়েরের পরে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন এসআই জামাল উদ্দিন, কনস্টেবল খায়রুল ইসলাম ও দেবাশীষ দাস।
বাদী মামলায় উল্লেখ করেন, তার ছেলে কাবিল হোসেন টাইলস মিস্ত্রির কাজ করে। কিন্তু তৎকালীন চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ কাবিলকে পুলিশের সোর্সের কাজ করার জন্য বলেন। রাজি না হওয়ায় তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এরই জের ধরে ২০১৫ সালের ৫ ফ্রেব্রুয়ারি রাত ১০টার দিকে সকল আসামি বাদীর বাড়িতে প্রবেশ করেন। এসময় কিছু বুঝে উঠার আগেই তারা বাদীর ছেলে কাবিলকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। পরে তাকে চাঁচড়া ফাঁড়িতে এনে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। নইলে তাকে ক্রসফায়ার অথবা নাশকতা এবং মাদকের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের হুমকি দেয়া হয়। শেষ পর্যন্ত বাদী ছয় লাখ টাকা সংগ্রহ করে আসামিদের হাতে ওই টাকা তুলে দেন। কিন্তু তারপরও কাবিলকে মোট তিনটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আদালতে এই মামলাটি করেছেন বাদী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝