gramerkagoj
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নাবি মানা না হলে নার্সদের কর্মবিরতির ঘোষণা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:০৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-19_66ec3e98169b8.jpg

নানা দাবিতে নার্সদের কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে যশোর জেনারেল হাসপাতালের নার্স, যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সমন্বয়ক ও হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মৎ সালমা খানম, নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) আর্জিনা খাতুন, শরমিন সুলতানা পারভীন, সপ্না বিশ^াস, সাবিহা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, তহমিনা পারভীন, হোসেনয়ারা খানম, শাহিদা খাতুন, আনোয়ারা খাতুন, শিরিন সুলতানা, বাদল সরকার, পবিত্র বিশ^াস, নাসরিন আক্তার পলি, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী রমজান আলী, সুমি, নূপুর, সুরাইয়া ও রবিন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝