gramerkagoj
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ছাত্র-জনতার বিপ্লব হয়েছে বৈষম্য, দুর্নীতি অনাচারের বিরুদ্ধে : ডিসি যশোর
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ১০:৫৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-18_66eb07d3121f8.jpg

যশোরের নতুন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার বিপ্লব সাধিত হয়েছে বৈষম্য, দুর্নীতি, অনাচারের বিরুদ্ধে। যশোরে নানা সমস্যার সাথে অনেক সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। বুধবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, বিগত সময়ে বেশিরভাগ ক্ষেত্রে নৈতিকতার সাংবাদিকতা ছিল না। সমালোচনা করলে তা সাদরে গ্রহণ করা হবে; তবে, তা যৌক্তিক হতে হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নানা বিষয়ে জেলা প্রশাসককে পরামর্শ দেন। বক্তৃতা করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব ও নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সিনিয়র সাংবাদিক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ প্রমুখ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝