gramerkagoj
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ব্যবসায়ী অপহরণ ও চাঁদা আদায় মামলায় ছয়জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ১০:৫২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-18_66eb05af065be.jpg

মণিরামপুরের মোবারকপুর গ্রামের ব্যবসায়ী কামাল খানকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী কামাল খান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন মণিরামপুর রাজগঞ্জ ফাঁড়ির এসআই লিটন মিয়া, এসআই ইমরান হোসেন, মোবারকপুর গ্রামের মুজিবর খানের দুই ছেলে এমরান খান পান্না ও হাফিজ আল আসাদ ফিরোজ, নুর ইসলাম কালু ও তার ছেলে ইমন খান।
মামলার অভিযোগে জানা গেছে, কামাল খান একজন ব্যবসায়ী। ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাতে তিনি রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মোবারকপুর গ্রামের সরদারপাড়ায় পৌঁছালে দুই পুলিশ কর্মকর্তা তার গতিরোধ করে হাতকড়া পরান। অপর আসামি এমরান ও হাফিজ তার হাত ও মুখ বেঁধে মোটরসাইকেলে উঠিয়ে মোবারকপুর শ্মশানঘাটে নিয়ে যান। সেখানে আসামিরা তাকে মারপিট করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি কামাল খান পরিবারকে জানালে তিন লাখ টাকা দিতে রাজি হয় পরিবার। এরপর তাকে রাজগঞ্জ ফাঁড়িতে নিয়ে আটকে রাখেন। পরদিন রাতে কামাল খানের বড় ভাই ফাঁড়িতে গিয়ে আসামিদের চাঁদার তিন লাখ টাকা দেন। ১৭ ডিসেম্বর রাত ৩টার দিকে আসামিরা কামাল খানকে চোখ বেঁধে শ্মশানঘাটে নিয়ে তার ভাইয়ের কাছে ফেরত দেন।
আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝