gramerkagoj
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ

মেধা ও মনন বিকাশের বারতায় শেষ হলো বর্ণাঢ্য বিজ্ঞান ও আইসিটি মেলা
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ১০:৪৩:০০ পিএম
খায়রুজ্জামান আকাশ:
GK_2024-09-18_66eb04271ad84.jpg

প্রতি বছরের মতো এবারও যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ১৮ সেপ্টেম্বর আয়োজন করা হয় আন্তঃহাউস বিজ্ঞান ও আইসিটি মেলা-২০২৪। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির খোকন এ এফ ডব্লিউ সি, পিএসসি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ কামাল হোসেন মামুন, পরিচালনা কমিটির আভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী ।
পরে প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা ৫০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন। প্রথমে মেলা পরিদর্শন করেন প্রধান অতিথি। পরে বিচারকমন্ডলী শিক্ষার্থীদের প্রজেক্ট উপস্থাপন ও বর্ণনা শুনে বিচার করেন।
রবীন্দ্র, জসীমউদ্দীন, নজরুল, জীবনানন্দ-এ চারটি হাউজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা আবিস্কার করেন আধুনিক সাশ্রয়ী শক্তি উৎপাদন প্ল্যান্ট, অটোমেটিক সুইচ অফ টেকনোলজি বিদুৎ সাশ্রয়ী বাড়ি, বন্যায় পানি নির্ণায়ক যন্ত্র, অ্যানসারিং মেশিন ও ট্রেন অ্যালার্ম, পানির অপচয় রোধ প্রকল্প, ফারাক্কা বাঁধ নির্মাণ, আধুনিক সোলার মেশিন, মেট্রো রেল, লবণ পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, লেবুর রস থেকে বিদ্যুৎ উৎপাদন, হিমাগার ও বাঁশের ফ্লাক্স, ডিজিটাল কান্ট্রি থ্রো সেন্সর, কমপ্লেক্স ট্যাকল লে-আউট ও পলুশন ফ্রি এনভায়েরমেন্ট, সোলার রোডসহ অনেক প্রজেক্ট।
অনুঠান শেষে বিজয়ীদের মেডেল ও সনদ প্রদান করা হয়। চারটি বিভাগে এ, বি, সি ও আইসিটি বিভাগের মধ্যে এ বিভাগে ১ম হয়েছে তেহান করিম। ২য় নুরিয়াজ আফরোজ এবং ৩য় স্থান অর্জন করেছে রামিছা ফারিয়া ছুহা।
বি বিভাগে ১ম হয়েছে নাফিসা ইসলাম ও শেখ সুমাইয়া। ২য় স্থান অর্জন করেছে ফায়াজ আল মামুন ও পিকু শাহা। ৩য় স্থান অর্জন করেছে পারশা আরজুম আভা, আহানাফ হাসান, এম এ অয়ালিও নাহিয়ান ও ইসউরা মানহা।
সি বিভাগে ১ম হয়েছে রদেয়া সারমিন, রাইবন্ত হাসান জারিফ, অরনোব জামান, ছায়েদসাইফান রেজওয়ান ও সরদার সাদিক হাসান। ২য় স্থান অর্জন করেছে ফারহানা জামান দিবা, লামিয়া মানহা সিলমি ও আরাবি হেসেন ইতু। ৩য় স্থান অর্জন করেছে শেখ রোহান ও সিওন্তি চৌধুরী।
আইসিটি বিভাগে ১ম হয়েছে মাহিমুর রহমান, মাহিন ইসলাম, বাধন ও আমিত। ২য় স্থান অর্জন করেছে সোহাদ্দিস ও শায়েম। ৩য় স্থান অর্জন করেছে ওয়াফি বিল্লাহ, তাছিনুর রেহমান করনোক, হাসান মুস্তাফা ও অংকোন কুমার বর্ণো। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মেডেল ও সনদ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির খোকন ও যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ কামাল হোসেন মামুনসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশুনার গুরুত্ব ও মনোযোগ আরও বাড়িয়ে তোলে। প্রত্যেকে তাদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর সুযোগ পায়। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বর্তমান বিশে^র বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন আবিষ্কারে উদ্বুদ্ধ করবে’। তিনি প্রতিষ্ঠানের সারা বছরের নানামুখি শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরও মেলা পরিদর্শনের সুযোগ ছিল। তাদের উপস্থিতিতে মেলা হয়ে ওঠে আরও আনন্দঘন ও উৎসবমুখর। অত্যন্ত কৌতুহল নিয়ে মেলা ঘুরে দেখেন তারা। বিজ্ঞানের প্রতি আগ্রহ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্য। দিনভর ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণা এই মেলা আয়োজনের উদ্দেশ্যকে সফল করেছে। আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিজ্ঞান মেলা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝