gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন হবে জুলাই শহীদদের স্মরণে ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করবে সরকার রাজশাহীতে শেখ মুজিব ম্যুরালের সামনেই নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ জামায়াতের দাঁড়িপাল্লা যুক্ত হচ্ছে ইসি’র ওয়েবসাইটে ভারত পাচ্ছে আরও ৩টি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার লামায় যথাযোগ্য মর্যাদায় "জুলাই শহীদ দিবস" পালিত চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসি সোহাগ হত্যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ব্যবসায়িক বিরোধের ফল ‘বজরঙ্গী ভাইজান ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা কবে? বিশ্বে নতুন ইন্টারনেট রেকর্ড গড়ল জাপান
মারা গেলেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো
প্রকাশ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:৫৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-09-17_66e95d4b013ae.jpg

মারা গেলেন বিশ্বখ্যাত পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের ভাই গায়ক টিটো জ্যাকসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই তিন ছেলে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
নিউ ইয়র্ক টাইমসের খবর, ওই বিবৃতিতে বোন জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। এ সময় পথিমধ্যে মৃত্যু ঘটে তার। কিন্তু ঠিক কোন স্থানে মারা যান, সেটা জানা যায়নি।
এদিকে সামাজিক মাধ্যমে টিটোর ছেলেরা বলেছেন, ‘আমাদের বাবা, যিনি রক অ্যান্ড রোল খ্যাত- টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। তার হৃদয়বিদারক বিদায়ে আমরা হতবাক ও ব্যথিত।’
এই শিল্পীর ছেলেরা আরও বলেছেন, ‘আমাদের বাবা সব সময়ই একে অন্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়ে গেছেন। তিনি প্রত্যকের ওপর যত্নশীল ছিলেন, ও সবার মঙ্গল চাইতেন।’
১৯৭০ এর দশকে ‘এবিসি’ এবং ‘আইল বি থের’ এর মতো একাধিক হিট গান দিয়ে টিন হিয়ারথ্রব হিসেবে খ্যাতি লাভ করেছিলেন টিটো জ্যাকসন। জ্যাকসন ফাইভ-এর অন্যান্যদের মাঝে আছেন, তার ভাই জ্যাকি, জারমেইন, মার্লন এবং মাইকেল।
টিটো জ্যাকসন ১৯৫৩ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেল দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে ধারাবাহিক সাফল্য অর্জন করেছিলেন।

আরও খবর

🔝