gramerkagoj
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাইস্কুল ৭৮ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশ-স্থানীয়দের সহযোগিতায় ১১ বছর পর জমি বাড়ি পেলেন পান্না ছাত্র-জনতার বিপ্লব হয়েছে বৈষম্য, দুর্নীতি অনাচারের বিরুদ্ধে : ডিসি যশোর যশোরে দেশ ক্লিনিকের ৪ জনের বিরুদ্ধে মামলা ব্যবসায়ী অপহরণ ও চাঁদা আদায় মামলায় ছয়জনের বিরুদ্ধে মামলা যশোরের সাবেক এসপি ওসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা খড়কির শুকুরকে হত্যার অভিযোগে ফন্টুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা মেধা ও মনন বিকাশের বারতায় শেষ হলো বর্ণাঢ্য বিজ্ঞান ও আইসিটি মেলা অব্যাহত নার্সদের কর্মসূচি যশোরে দেশি-বিদেশি মদ ও মোটরসাইকেল উদ্ধার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ জাবের প্যারাডাইজ ট্রাজেডির মাসাধিক সময় পার

অগ্নিসংযোগে ২৪ হত্যা ঘটনার তদন্ত চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা
প্রকাশ : রবিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৪, ১১:১০:০০ পিএম
বিশেষ প্রতিনিধি:
GK_2024-09-15_66e706e490669.png

যশোরে হোটেল জাবের প্যারাডাইজ লিমিটেডে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগে শিক্ষার্থীসহ ২৪ হত্যাকান্ড ঘটনার দ্রুত তদন্ত চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনার মাসাধিক সময় পার হলেও আগুনে পুড়ে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
থানা সূত্রের দাবি, পুলিশ জোরেসোরে কাজ না করায় এমনকি তদন্ত কর্মকর্তা তদন্তে জোরদারভাবে মাঠে না নামায় এখনও পরিস্কার হয়নি ওই ঘটনায় জড়িত ছিল কারা। ওই ঘটনায় নিহতের স্বজনদের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক।
গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা যশোরে হোটেল জাবের প্যারাডাইজ লিমিটেডে ভেতরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করে। হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগে ১৫ শিক্ষার্থীসহ ২৪ জন নিহত হন। এই হত্যাকান্ডসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনা উল্লেখ করে ১৯ আগস্ট কোতোয়ালি থানায় মামলা হয়। গত ৫ আগস্ট শহরের চিত্রা মোড়ে এই ঘটনার ১৪ দিন পরে ১৯ আগস্ট অজ্ঞাতনামা দুই’শ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। মামলায় বলা হয় ৫ তারকা ১৬ তলা বিশিষ্ট হোটেল জাবের প্যারাডাইজ লিমিটেডে অগ্নিসংযোগ করে একজন বিদেশি নাগরিক, ১৫ শিক্ষার্থীসহ ২৪ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া হোটেলের ক্যাশ ভোল্টে থাকা ৯০ লাখ টাকা, একশ’টি ফ্রিজ, একশ’টি স্মার্ট টিভি, ৪৫০ কিলো ভোল্টের দু’টি জেনারেটর, এক হাজার কিলো ভোল্টের একটি ট্রান্সফরমারসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাট করা হয়। এছাড়া সেখানে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র থাকা অবস্থায় সেখানে গান পাউডার ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় অনেকটা বিনা বাধায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে মামলার পর ঘটনা তদন্তে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হলেও পুলিশ জোরালোভাবে মাঠে না নামায় তদন্তে কোনো অগ্রগতি নেই। ঘটনায় জড়িতরা শনাক্ত হয়নি এখনও। আগুনে দগ্ধ হয়ে করুন পরিণতি ও হত্যার শিকার ২৪ জনের পরিবারের সদস্যরা ঘটনার দ্রত তদন্ত দাবি করেছেন। একইসাথে জড়িতদের শনাক্ত করার দাবিও জানিয়েছেন।
থানা সূত্র জানিয়েছে, হোটেল জাবের প্যারাডাইজ ট্রাজেডির তদন্ত শুরু করলেও কার্যত অগ্রগতি নেই বললেই চলে। লুটপাট করে কয়েক কোটি টাকার ক্ষতি, অগ্নিসংযোগ ও পুড়িয়ে শিক্ষার্থীসহ ২৪ জনকে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে থানার দায়িত্বশীল কর্মকর্তারা। তবে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম তদন্ত কার্যক্রম জোরদার না করায় এবং পুলিশি অভিযান এখনও জোরদার না হওয়ায় ওই অগ্নিকান্ড ও ২৪ হত্যাকান্ড তদন্তে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
এব্যাপারে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত মিডিয়াকে দেয়ার মত তথ্য তার কাছে আসেনি। তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার মত করে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝