gramerkagoj
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাইস্কুল ৭৮ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশ-স্থানীয়দের সহযোগিতায় ১১ বছর পর জমি বাড়ি পেলেন পান্না ছাত্র-জনতার বিপ্লব হয়েছে বৈষম্য, দুর্নীতি অনাচারের বিরুদ্ধে : ডিসি যশোর যশোরে দেশ ক্লিনিকের ৪ জনের বিরুদ্ধে মামলা ব্যবসায়ী অপহরণ ও চাঁদা আদায় মামলায় ছয়জনের বিরুদ্ধে মামলা যশোরের সাবেক এসপি ওসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা খড়কির শুকুরকে হত্যার অভিযোগে ফন্টুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা মেধা ও মনন বিকাশের বারতায় শেষ হলো বর্ণাঢ্য বিজ্ঞান ও আইসিটি মেলা অব্যাহত নার্সদের কর্মসূচি যশোরে দেশি-বিদেশি মদ ও মোটরসাইকেল উদ্ধার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সংস্কারের মাধ্যমে যশোরকে রোলমডেল করতে হবে
প্রকাশ : রবিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:৪৫:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-15_66e702311d634.jpg

ঐতিহাসিক যশোর জেলাকে নানাবিধ সংস্কার পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে রোববার শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও আমাদের ভাবনা শীর্ষক এ মতবিনিময় সভায় যশোর সংস্কারে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদ উজ্জামান, আশরেফা খাতুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুবকর খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফারিন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুইনুল ইসলাম, নয়ন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ দত্ত, এনইউবি এর তৌহিদ ইসলাম শুভ, ডিআইইউ এর বাবু খান, বদরুন্নেসা কলেজের সুলতানা খাতুন এ জান্নাত এবং মাহমুদা সুলতানা রিমি।
আরও বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম সমন্বয়ক ইমরান খান, মারুফ হাসান ও আব্দুল্লাহ্ আল লাইস, রাশেদ খান, জান্নাতুল ফোয়ারা অন্তরা। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান, স্বরচিত গানের পর আলোচনা শুরু হয়।
সমন্বয়করা সভায় বলেন, যশোরে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সারাদেশে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। সরকার ৬টি সংস্কারে কমিটি করেছে। পর্যায়ক্রমে সরকার আরও কাজ করবে। শিক্ষার্থীরা দেশের সিস্টেম পরিবর্তনের জন্য কাজ করছে। দেশ সংস্কারের পর আমরা পুনরায় পড়ার টেবিলে ফিরে যাবো। ১৫ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়কে সমুন্নত রাখতে হবে। মারধোর, খুন, গুম, কন্ঠরোধের সংস্কৃতি পরিবর্তন হয়েছে। আর কোনদিন যাতে এদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচার ফিরতে না পারে সে ব্যাপারে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষকদের মধ্যকার রাজনীতি দূর করতে এই সরকার কাজ করছে। কোনো দলীয় রাজনীতি নয়, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করা হবে। লেখাপড়া শেষে চাকরির পেছনে ছুটে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান সমন্বয়করা।
তারা আরও বলেন, সামনে হয়তো নতুন একটা রাজনৈতিক সংগঠন আসবে। তবে সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে না। জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান সংশোধন করা হবে। এই সরকার জনগণের সরকার, জনগণের সহযোগিতায় তারা রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। ৫ আগস্টের পর ফ্যাসিবাদের যে দোসরা লম্ফঝম্ফ করছে তাদের উৎখাত না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আলেমদের হত্যাকান্ড, বিডিআর হত্যাকান্ডসহ বিচারবহির্ভূত সকল হত্যাকান্ডের বিচার করা হবে। দুর্নীতি ও অনিয়মের বিচার করা হবে।
সমন্বয়করা আরও বলেন, ইতিমধ্যে ৫টি জেলা সফর করা হয়েছে। আগামীতে তারা আরও অন্যান্য জেলা শহরগুলোতে সফর করে সংস্কার কাজে ভূমিকা রাখবেন।
সভা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হুসাইন ও যশোরের সমন্বয়ক সোহানুর রহমান সোহান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝